Homeপ্রচ্ছদঅর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

ডেস্ক রিপোর্টঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নতুন অর্থমন্ত্রীকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম। সৌজন্য সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সফলতা কামনা করেছেন।

সূত্রঃ দেশ প্রতিক্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

৭ দিনে সর্বাধিক পঠিত

এ যাবৎ কালের সর্বাধিক পঠিত