ডেস্ক রিপোর্টঃ ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালক হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ৪৫ বছর। দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ বয়স ৭৫ বছর। এর সঙ্গে সেই ব্যক্তির ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র হতে এ তথ্য জানা যায়।
স্বতন্ত্র পরিচালকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, তাঁকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নতুন প্রবর্তিত ডিজিটাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংক, বুধবার ব্যাংক কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং তাঁদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানী প্রসঙ্গে পরিপত্র জারি করেছে। সেখানে স্বতন্ত্র পরিচালক হওয়ার যোগ্যতা কী হবে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। চলতি সপ্তাহেই ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ ও পরিচালক নিয়োগের শর্ত নিয়ে দীর্ঘ ২৪ পৃষ্ঠার পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ১২ পৃষ্ঠার নতুন এই পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালকদের এখন থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা স্থায়ী সম্মানী দিতে হবে, আগে তাঁদের স্থায়ী সম্মানী ছিল না। এ ছাড়া কোম্পানির পর্ষদ, সহায়ক কমিটির সভায় উপস্থিতির জন্য সম্মানী হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবেন তাঁরা। স্বতন্ত্র পরিচালকেরা এত দিন বোর্ড সভায় অংশ নিয়ে সাত হাজার টাকা সম্মানী পেতেন।
১২ পৃষ্ঠার দীর্ঘ এই পরিপত্রে স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ১৫-এর উপধারা (৯)–এর ব্যাখ্যা অনুযায়ী, ‘স্বতন্ত্র পরিচালক’ বলতে সেই ব্যক্তিকে বোঝাবে, যিনি ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ার ধারক হতে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংক-কোম্পানির স্বার্থে মতামত দেবেন এবং ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংকসংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যাঁর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নেই।
স্বতন্ত্র পরিচালকদের স্বতন্ত্র পরিচালক পদের মেয়াদ ও অপসারণ সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে। সাধারণভাবে স্বতন্ত্র পরিচালকেরা তিন বছরের মেয়াদে নিয়োগ পাবেন এবং মেয়াদ শেষে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১–এর ১৫ ধারার বিধান সাপেক্ষে পরবর্তী মেয়াদে নিয়োগের জন্য নির্বাচিত হতে পারবেন।
সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাতে পারবে। স্বতন্ত্র পরিচালক নিজে সাত দিনের নোটিশ দিয়ে স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে যেকোনো স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে।
সূত্রঃ প্রথম আলো