পুঁজিবাজারে কত মুনাফা করা সম্ভব? তা নিয়ে আমাদের অনেকের চরম ভুল ধারণা রয়েছে। ধরুন মাসে মাত্র ৫% মুনাফার টার্র্গেট। শুনতে খুব ছোট মনে হলেও আসলে এটা অনেক বড় উদ্দেশ্য। আপনি যদি ১০০ টাকা দিয়ে শুধু করেন এবং প্রতি মাসে ৫% মুনাফা করে পরের মাসে মুনাফাসহ পুন্:বিনিয়োগ করেন- তবে বছর শেষে আপনার মোট মূলধন হবে ১৮০ টাকা, মানে ৮০% লাভ!
আমাদের বাজারের দি বেস্ট ফান্ড ম্যানেজার গড়ে প্রতি বছর মুনাফা করে ২০-৩৫%। আর আপনি টার্র্গেট করছেন ৮০%! মাসে ১.৫-২.৫% মুনাফা করতে পারলেই আপনার খুশিতে নাচা উচিত। কারন লাভটা বাজারের সব চেয়ে বেস্ট পারর্ফরর্মাররা করে থাকেন।-
- ১.৫% মাসিক মুনাফায় বছরে লাভ ১৯.৫%
- ২.০% মাসিক মুনাফায় বছরে লাভ ২৬.৮%
- ২.৫% মাসিক মুনাফায় বছরে লাভ ৩৫.৫%
বছরের কোন এক-দুই মাসে আপনি হয়ত ৫% কেন ১০% মুনাফাও করতে পারবেন কিন্তু এই পারর্ফরর্মেন্স টানা ১২ মাস করা সম্ভব নয়। পুঁজিবাজার সংস্লিষ্ট অনেক পীর-দরবেশকে মাসে ২০-৪০% মুনাফা করার কথা বলতে শুনবেন, কিন্তু এই পরিমাণ লাভ যদি এরা টানা ১০-১২ মাস করত, তবে এত দিনে বিলিয়নিয়ার হয়ে যেত।
তাই পরামর্শ হল- খুব ছোট থেকে শুধু করেন। বছরে ১৩% বা মাসে ১% এবং এটা প্রতি মাসে করার চেষ্টা করেন। যখন দেখবেন আপনি নিয়মিত অর্জন করতে পারছেন তখন ০.২৫-০.৫% করে বাড়ানোর চেষ্টা করুন। মনে রাখবেন- হঠাৎ বড় মুনাফা করার চাইতে নিয়মিতভাবে ছোট মুনাফা করা অনেক বেশি লাভজনক
সংগ্রহীত | লেখক : হাসান শাহরিয়ার।