স্টাফ রিপোর্টারঃ চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা বৈধ পথে ৬৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স তথা প্রবাসী আয় পাঠিয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। দেশে গত জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।
ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৯১ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৩ কোটি ১৬ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয়ে কিছুটা উল্লম্ফন দেখা যায়। ছয় মাস পর জানুয়ারিতে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। নতুন বছরে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা থাকলেও এই ধারা আরও বাড়াতে হবে বলে মনে করেন ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশে গত ২০২৩ সালে সব মিলিয়ে প্রবাসী আয় আসে ২ হাজার ১৯০ কোটি ডলার, যা এর আগের বছর ২০২২ সালে ছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ও ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।
সেই হিসাবে গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। তা সত্ত্বেও প্রবাসী আয়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ, প্রতিবছর দেশ থেকে যে হারে জনশক্তি রপ্তানি হয়ে থাকে, সে তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।